STORYMIRROR

Souradipa Ghosh

Others

4  

Souradipa Ghosh

Others

বিবাহ কারে কয়?

বিবাহ কারে কয়?

1 min
251

বিবাহ এমন একটি সম্পর্কের রসায়ন,

যেখানে সম্পন্ন হয় দুটি হৃদয়ের মেলবন্ধন।

দুটি সম্পূর্ণ নতুন মন মিলিত হয় যেখানে,

বিবাহিত জীবনের সার্থকতা সেখানে।

নই শুধু তুমি আর আমি, মিশে রয়েছে

আমাদের দুজনের পরিবার দুখানি।

বিবাহ এমনি এক যোগসূত্রের নাম,

যেখানে রক্ত নয়, তৈরী হয় পারিবারিক বন্ধন।

যে সম্পর্কের ফলে তৈরি হয় নতুন পরিবার,

বিবাহিত মানুষের দুটো মন মিশে একাকার।


কলমে: সৌরদীপা ঘোষ 


Rate this content
Log in