জাদু
জাদু
সেই ছোট্ট বেলাতে
জাদু দেখেছি জাদুকরের
কত রকম খেলা দেখে
মন অভিভূত হয়ে
বড়ো হয়ে বুঝলাম গিয়ে
ম্যাজিক ভর্তি দুনিয়াতে
কত রকম মানুষ আছে
খেলা দেখাতে
ভিন্ন মানুষ ভিন্ন মনের
দেখায় খেলা বিচিত্র রঙের
যদিওবা ছোট্ট বেলাতে
ম্যাজিক ছিল অন্য রকমের
