মা হাসে
মা হাসে
কলমে: নেহা_দাস
মা হাসে
---------------------------
আলো- আঁধারীর এই দেশে ,
প্রকৃতি সেজেছে আপন বেশে ।
টুপটাপ এই বৃষ্টি ফোঁটা যেন–
কাঁদছে কোনো শিশু বসে,
ধারা পান করে নিচ্ছে এই ফোঁটা যেমন –
মাতৃদুগ্ধ পান করে শিশু তৃপ্তির হাসি হাসে ।
আহা! কী অপরূপ দৃশ্য, গাছের পাতা দুলছে যেন ....
শিশুর খুশি দেখে আনন্দে মা হাসে।
আলো- আঁধারীর এই দেশে ,
প্রকৃতি সেজেছে আপন বেশে ।
