বেদনা
বেদনা
1 min
220
#বেদনা
#কলমে_নেহা_দাস
--------------------------------------
বেদনা
বেদনা কি রঙ তোমার –
সাদা কালো নাকি ধূসর ?
বেদনা তুমি কি জলের মতো স্বচ্ছ –
নাকি তুমি মেঘের মতো মুক্ত ?
বেদনা তুমি অধার কালো রাতের মতো।
নাকি ধূসর আকাশের মতো ।
বেদনা কি বৈশিষ্ট্য তোমার -
আমি কিভাবে দেব সংজ্ঞা তোমার ।
বেদনা তুমি কি চোখের জলের মতো —
নাকি তুমি সেই কোন সাদা কালো দিনের মতো।
বেদনা কি রঙ তোমার —
সাদা কালো নাকি ধূসর ?
