কালো মেয়েটির প্রতি (20)
কালো মেয়েটির প্রতি (20)


হে প্রকৃতি,
বিচিত্র তুমি
আর বিচিত্র তোমার সৃষ্টিও বটে।
তুমি অহংকারী,
আবার অহংকারনাশিনীও
সকলেই যে নিরঅহংকারী তোমার নিকটে।।
তুমি সুন্দর,
স্নেহময় তোমার সৃষ্টি
যেগুলি বৈপরীত্যের মায়া জালে মোড়া।
হে প্রকৃতি,
বৈপরীত্য সৃষ্টি
তবুও তুমি,
সুন্দর বৈপরীত্যের মাঝে
করেছ এক অমানবিক সৃষ্টি।
হে প্রকৃতি,
তুমি নও
অমানবিক যে মানুষের দৃষ্টি।
সুন্দর প্রকৃতি,
জানো কি তুমি
কি সেই অমানবিক দৃষ্টি?
শোনো হে প্রকৃতি,
গায়ের বর্ণ
সেই বেদনাময় সৃষ্টি।
কেন জানো প্রকৃতি,
তোমারই সৃষ্টি
ওই কালো রঙের মেয়েটি।
শোনো হে প্রকৃতি
ওই কালো মেয়েটির
দুঃসহ ব্যাথা নিয়ে কাটে সকল দিনটি।
জানো কি তুমি,
কি সেই ব্যাথার নাম
অবহেলা, লাঞ্ছনা আর অপমান।
সুন্দর তুমি,
কেবল অসুন্দর সেই
তাই কষ্টের যন্ত্রনা জোটে বারেবার।
হে প্রকৃতি,
জানো কি তুমি
"সভ্য মানুষ" তাকে দেখে ঘৃণার নজরে।
হে প্রকৃতি,
জানতে চাই আজ
কালিমা কেন লেগে তোমার এই সৃষ্টিতে?
তুমি সুন্দর,
বিচিত্র তুমি
আর বিচিত্র তোমার সৃষ্টিও বটে।।