কালবৈশাখী
কালবৈশাখী
কালবৈশাখী
মানিক চন্দ্র গোস্বামী
আকাশ জুড়ে জমাট কালো মেঘের আস্ফালন,
বিষন্ন প্রকৃতির অদ্ভুত নীরবতা,
ছড়িয়েছে পৃথিবীতে বিপদ সংকেত,
এ কোন অশান্ত ঝড়ের আগাম আভাস।
সত্বর প্রলয় নাচে মেতে উঠবে বাতাস,
তান্ডবের বলি হবে নিরপরাধ গাছ,
ঝরে যাবে বিহগের যত্নে বানানো নীড়,
উড়ে যাবে অপলকা মাথা গোঁজার ঠাঁই।
ফুঁসে উঠবে সাগর, মত্ত হবে তুফান,
দুর্ভাগার কপাল লিখনে নাই পরিত্রান।
বিষন্ন আকাশের ভারাক্রান্ত চোখে,
বেদনার বহিঃপ্রকাশে নেমে আসবে ধারা,
চতুর্দিক ভাসিয়ে প্রকাশিবে পরিহাস,
খোলা আকাশের নিচে জীবন অসহায়।
ধুয়ে যাবে পায়ের নিচের মাটি,
স্তিমিত প্রাণের শক্তি, সুখের অভিলাষা,
শক্ত চোয়াল জুড়ে প্রাণের প্রত্যয়,
জারি থাকবে বেঁচে থাকার লড়াই।
একসময় শান্ত হবে দুরন্ত প্রলয়,
রয়ে যাবে অভাগার করুন আর্তনাদ।
