জুতো আমার ছিঁড়ে গেছে
জুতো আমার ছিঁড়ে গেছে
জুতো আমার ছিঁড়ে গেছে
হলো যে কি হাল
বউ আমায় ভাত দেয়না
দেয় যে শুধু গাল ।
হায়রে কি কপাল করে
করে ছিলাম বিয়ে
জীবন আমার কেটে গেলো
সময় গেলো বয়ে ।
হায়রে এই দুনিয়ায় আমার
নেই তো কোনো দাম
নেই কোনো মান আমার
নেই কোনো সন্মান ।
যার জন্য রক্ত ঝরাই
ফেলি মাথার ঘাম
সেই আমায় পর করলো
দিলো নাকো দাম ।
সারাজীবন খেটে খেটে
হলাম আমি বুড়ো
আগে ডাকতো লোকে
দাদা বলে
এখন ডাকে খুড়ো ।
