STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Fantasy Inspirational

জুন

জুন

1 min
254

মে মাসের শেষের দিনে, রাতে আমার "জুন"এসেছে,

খুশিতে মণি'র দু-চোখে যে আজ বান ডেকেছে !

বৃষ্টি ছাড়াই তাই তো এবার, সবার মন ভিজেছে।

একত্রিশে মে মানা হয় বিশ্বে, "নো টোবাকো ডে"

কথাটা জুন বড় হয়ে, মনে করায় যেন সবাইকে ।

মনের ভেতর ধিন তাক্ তাক্ উঠছে যেন বোল,

কেউ আমাকে শিগগিরিই, ঐ নিবেদিতায় নিয়ে চল।

শুনেছি, পয়লা জুন, দিনটা নাকি বিশ্ব দুগ্ধ দিবস !

আমার জুন পাচ্ছে না যে, তার অধিকারের মাতৃরস।

আজকের দিনটা নাকি আমাদের মানব সমাজে,

মাতা-পিতা দিবস হিসেবে মানা হয় সারা বিশ্ব তে,

সন্তানের দেখভাল ও যত্ন করার করা হয় অঙ্গিকার,

আরো জোরে করুক না জুন, দুধের জন্যে চিৎকার 

মায়ের চেয়ে মাসির দরদ বেশি, বলবে লোকে এবার !


(আমার বোন, ছোটো মাসির মেয়ে,মণির কাল রাতে মেয়ে হয়েছে। ওরা এখন নিবেদিতা নার্সিং হোমে আছে।)




Rate this content
Log in

Similar bengali poem from Fantasy