জোড়াসাঁকো
জোড়াসাঁকো
সার্দ্ধশত বছরের বাঞ্ছনা ;
ডাকে জোড়াসাঁকো ; হয় না যাওয়া,
সে কি মোর লাঞ্ছনা !
জোড়া সাঁকো নয়; অট্টালিকা দুই,
একটাই প্রবেশ পথ।
সাঁকো তারই নাম ;
জুড়ে দুই ধাম ;
একত্রিত সহবত ।
আঠারো শতক বাবু কালচারে,
সদর অন্দর দেউড়ি দালানওয়ালা,
জোড়াসাঁকোর অট্টালিকার ধারে,
বাবুর লক্ষণ দেয়নি তেমন জ্বালা।
জন্ম মৃত্যু যার,
জাগতিক অলঙ্কার,
জোড়াসাঁকোর প্রাসাদোপম গৃহে,
দিয়েছে উজাড় করে,
আজি শুভদিনে বরণ করেছি এই মনে এই দেহে।
