Moumita Mondal

Inspirational


3  

Moumita Mondal

Inspirational


জন্মদিন..

জন্মদিন..

1 min 572 1 min 572

২৩শে মে মেয়েটা পা রাখল ২৩শে,

জন্মদিন কাকে বলে ??

জন্মদিন মানে কি জন্ম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ??

জন্ম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা তো রোজই নানাভাবে জন্মাচ্ছি,

কখনো রাস্তায়, বাসে ট্রামে,, কখনো বাড়িতে শোনা কটুকথায় গঞ্জনায়,, কখনো বৌঠানের আত্মহত্যা চিঠিতে,, কখনো আবার সুকুমারের হ-য-ব-র-ল তে, কখনো বা রান্নায়, কখনো কোনো সম্পর্কে, কখনো বা ভৌতবিজ্ঞানের ল্যাবরেটরিতে,

আমরা নিত্যনতুনভাবে রোজই জন্ম নিচ্ছি,,

আবার হিসেবমতে, আমাদের জন্মদিন সেইদিনটা,

যেদিন আমরা প্রথম মাতৃজঠরে এসেছিলাম..


জন্মদিন মানে কি বয়স হু হু করে বেড়ে যাওয়া ??

নাকি বয়স আস্তে আস্তে কমে আসা ??

কারণ, একটার পর একটা জন্মদিন অতিক্রম করলে, ছোট থেকে বড় হবার সাথে সাথে বয়সটাও বাড়ে,,

কিন্তু যদি উলটো ধরি ?

যদি ধরি, জীবন-কটাহে আর মাত্র কয়েকটা দিন বাকি আমাদের ?

তাহলে তো বয়স আস্তে আস্তে কমে আসছে..


আসলে আমার কাছে জন্মদিন, জন্মদিন,,

জন্মদিন মানে ভোরে ঘুম থেকে উঠে পুরনো সূর্যকে নতুন রূপে দেখা,

হয়ত বা একই উপন্যাস নতুন করে ভালো লাগা,

হোক না সে রোজই জন্মাই বা সেদিন জন্মাই,

যাক্ না বয়স বেড়ে অথবা কমে, ক্ষতি কি ??

জন্মদিন মানে তো ঐশ্বরিক অভিনন্দন,

সেই সিঁড়িতে পা রাখা, যেখানে ঈশ্বর আর মানবাত্মার মিলন,

তাই বয়স বাড়ুক বা কমুক ----

ঈশ্বরকে ফিরে পেতে বারবার আসুক "জন্মদিন "....


Rate this content
Log in

More bengali poem from Moumita Mondal

Similar bengali poem from Inspirational