STORYMIRROR

Noor-A-Tahir Arabi

Abstract Fantasy Others

3  

Noor-A-Tahir Arabi

Abstract Fantasy Others

জন্মভূমি মা-(নূর-এ-তাহির আরাবি)

জন্মভূমি মা-(নূর-এ-তাহির আরাবি)

1 min
38



ভালবাসি ভালবাসি শুধু ভালবাসি,

তোমাকেই সবচেয়ে বেশি ভালবাসি।

নীল আকাশে পাখি উড়ে নিচে নীল দিঘি,

তারই তীরে কাশফুল করে মাখামাখি।

মেঠোপথ তারি পাশে আছে বাঁশঝাড়,

মৃদু হাওয়া দোলা দিল হৃদয়ে আমার।

কত গিরী, কত দেশে কত পাহাড় নদী,

খুটে খুটে ঘুরে ঘুরে দেখেছি েএ অবধি।

অবশেষে দুটি আঁখি দেখিয়া তোমায়,

আকুল মাধুরি ভরে বেধেছে হৃদয়।

এত শোভা, সারাদেহে রাখিয়াছ ধরি,

এ যেন স্বর্গ মোর আহা মরি মরি।

তোমারি রুপে আমি হয়েছি মুগ্ধ,

তব প্রেম, সুধা দিয়ে করেছ প্রলুদ্ধা।

চিরসবুজ মনটা তোমার বুড়াল মোর আঁখি,

কাব্যেও ধরেনা তাহা কোথা ধরে রাখি।

কি করে করিব বল তোমারি উপমা,

তুমি যে তুলনাহীন ওগো জন্মভূমি মা।

শোন মাগো শেষ বারে শেষ বানি ধরি,

ধন্য হোক জনম মোর তোর কোলে মরি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract