STORYMIRROR

Noor-A-Tahir Arabi

Abstract Fantasy Others

3  

Noor-A-Tahir Arabi

Abstract Fantasy Others

ওগো মেঘ-(নূর-এ-তাহির আরাবি)

ওগো মেঘ-(নূর-এ-তাহির আরাবি)

1 min
14


ওগো মেঘ, তুমি ঝড়ো,মোর তপ্ত ব্যাথার দাবানল যাক নিভে,

তোমার কান্না আরও প্রবল করো।

ওগো মেঘ, তুমি হয়ে ওঠো আরো গাঢ়,

এই গুমোট রাতের নিথর অন্ধকারে,

কালবৈশাখির মাতম উঠুক আরো,

স্মৃতির পাতা উড়ে যাক দুরে আরো।

ওগো মেঘ, ঝড় বৃষ্টির প্রলয় সৃষ্টি করো,

আজি হৃদয়ে যা কিছু দুঃখ ব্যাথা আছে-

সকল নিয়ে আমায় শূন্য করো,

তুমি নিঠুর রুপে করুনা ধারায় ঝড়ো।

ওগো মেঘ, তেমার বেদনাকে মন তর,

ঘনকালো হয়ে জোৎসন্যাকে ঢেকে দিয়ে,

ধেয়ে ছুটে যাও জানিনা কোথায়-

বুঝি সন্ধানে করো,

যদি পাও তারে তুমি, তবে ক্ষমা করো।

ওগো মেঘ, আমি বেদনাতে জরজর,

ভাল বাসা দিয়ে যে গেছে কাঁদিয়ে,

তুমি তারও সন্ধান কোরো,

কেমন আছে সে, মোরে জানিও যদি পারো।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract