আমি বলি-(নূর-এ-তাহির আরাবি)
আমি বলি-(নূর-এ-তাহির আরাবি)


লোকে জোনাকিকে বলে পোকা, আমি বলি পাখি,
লোকে স্বপ্নকে বলে জীবনাংশ, আমি বলি ফাঁকি।
মানব নিজেকে বলে মানুষ, আমি বলি পোকা,
লোকে মোহকে বলে প্রেম, আমি বলি ধোকা।
লোকে অরণ্যে খোঁজে সোনার হরীণ, আমি খুঁজি নির্জনতা,
লোকে আঁধারে খোঁজে নিষিদ্ধ সুখ, আমি খুঁজি বিশুদ্ধ ব্যাথা।