শখের বশেই-(নূর-এ-তাহির আরাবি)
শখের বশেই-(নূর-এ-তাহির আরাবি)


শখের বশেই কবিতা লিখি,
শখের বশেই ছড়া।
শখের বশেই গান গেয়ে যাই,
হৃদয় পাগল করা।
শখের বশেই ভালবাসি,
ধরিনা কিছু ধার।
শখের বশেই কষ্ট কিনে,
বানাই গলার হার।
শখের বশেই ঢাকা-কলকাতা,
বেরােই ভ্রমণ করে।
শখের বশেই ঢোলের মতো,
বাজাই জীবনটারে।