হারানোর ভয়- (নূর-এ-তাহির আরাবি)
হারানোর ভয়- (নূর-এ-তাহির আরাবি)
হারানোর ভয়
নূর-এ-তাহির আরাবি
যা কিছু আসে জীবনে ও মনে,
সবই একদিন হারায়।
প্রেম, আশা, সুখ, প্রিয় মানুষ,
সব ক্ষণিকের এ ধরায়।
তবুও বাধি আশার খুটিতে,
দুদিনের তরে ঘর।
মুঠি মুঠি সুখে ক্ষণিকের লাগি,
ভরে তুলি অন্তর।
কখনো কখনো উপচে পরে,
হৃদয়ের দুই কুল।
ভেবে তো দেখিনা তখন কিছুই,
কি যে ঠিক কি যে ভুল।
ভুলের নেশায়, সুখের মায়ায়,
যখনই মন নিঃস্ব হয়।
জীবন জগতে চারিদিকে,
সবি লাগে যেন বিষাদময়।
সুধার সাধন হয়না আর,
ছোট্ট সাধের জীবন টায়।
আবেগের মোহে বৃথাই শুধু,
আশা ভালবাসা আসে-যায়।
কত কিছু পাই, কত কিছু চাই,
ধরে রাখিনাতো কিছুই তার।
স্মৃতি মিশে থাক ধুলিতে,
বাসনার ফুল ঝড়ে যায় যাক।
পাষান এ বুক তবু বাঁধা থাক,
হারানোর ভয় ভুলিতে।
