কখনো কখনো-(নূর-এ-তাহির আরাবি)
কখনো কখনো-(নূর-এ-তাহির আরাবি)
কখনো কখনো
নূর-এ-তাহির আরাবি
কখনো কখনো ফাগুন আসে কান্না হয়ে,
সুখের সুবাতাস মনকে ভেজায় বৃষ্টি হয়ে।
কখনো কখনো স্বপ্ন আসে ঝড়ের বেশে,
অন্তরে তার সব এলোমেলো হয় নিমেষে।
কখনো কখনো আবেগগুলো ঠুনকো লাগে,
বড় ভয় হয় তা দিয়ে সাজাতে জীবনটাকে।
কখনো কখনো ভালবাসা হয় সর্বনাশ,
জীবন নিয়ে ইচ্ছেমত খেলে পাশা।
কখনো কখনো সত্যটা হয় গলার কাটা।
বলেও জ্বালা না বলেও ভয় সেই সত্যটা।
