জন্মাষ্টমী যাপন
জন্মাষ্টমী যাপন
আমার কোনো ক্ষোভ নেই,
আমার কোনো দাবীও নেই।
শুধু কিছু জিজ্ঞাসা ছিল-
সেই সেদিন থেকেই" যেদিন থেকে
বিখ্যাত আজ তিথি,
সেই সেদিন থেকেই,
যেদিন থেকে
বঞ্চিত নারীজাতি।
রাত্রি আট প্রহরে কৃষ্ণ-জন্মে
আজও জয়-জয় রব,
জন্মালো কত শত অষ্টমী
তবু নিশ্চুপ কলরব।
লীলার সেবক চিরই শ্রেষ্ঠ
তাঁর প্রেম সংজ্ঞাহীন,
আকাশও কাতর তাঁর বিরহে,
বিলাপ নিত্যদিন।
তোমার লীলা ধন্য মাধব,
জন্ম তোমার ধন্য,
তোমার হাসিতে ভাসালে কতকে
কত কে করলো পুন্য।
সন্দেহ নেই, গর্বিত মন,
তুমি যে প্রাণের পুরুষ,
তবু ভাবি তুমি হতে যদি নারী
থাকতো জন্ম-জৌলুস?
জন্মে তো ছিল সেই মেয়েটিও,
আজ তারও জন্ম তিথি,
কোথায় হারালো কেউ কী পেয়েছে
যোগমায়ার শেষ চিঠি?
নিকষ কালো কারাগারে যার
শেষ দায়িত্ব পালন,
নিষ্প্রয়োজন তার কোনো খোঁজ,
শুভ জন্মাষ্টমী যাপন।।
