জন্ম
জন্ম
কবিতার দিকে আঙুল তুলছে কেউ
যার ছেলেটা লাশ হয়ে পড়ে আছে রথতলার খালে
কবিতার দিকে আঙুল তুলছে সে-
আঙুল ছুঁয়ে নাগাড়ে ঝরছে বৃষ্টি
ভিজে যেতে যেতে শাহবাগের ফ্ল্যাগমার্চ থেকে
কবিতার দিকে আঙুল তুলছে সকলে...
সন্ধ্যায় এসে দেখি অনাহারে মৃত যারা
তারা সকলের আঙুলহীন-
তারা কখনও অভিযোগ তোলেনি মালিকের চোখে
তারা নিভে যাবার আগের মুহূর্তে
বাড়াতেও চায়নি হ্যারিকেনের আলো-
ঠিক রাত্রে এসে আমি বুঝলাম
আসলে আঙুল আর কবিতার কোনও জন্মমুহূর্ত নেই...
