জনগন
জনগন


আমরা জনগন, খুব সাধারণ,
শুধু দেখি বলি আর তর্ক করি আমাদের মাঝে, শেষ হলে চলে যাই যে যার কাজে।
আমরা জনগন খুব সাধারণ।
আমাদের জন্যই মিডিয়ার এত মাতামাতি,
আমাদের জন্যই মন্ত্রীরা বড়োলোক রাতারাতি।
আমরা জনগন, খুব সাধারণ। সমালোচনা, বিদ্রুপ আলোচনায় সবই থাকে,
শুধু স্বার্থের ছায়াতে কখনো হয়ে যায় ফিকে।
আমরা জনগন, খুব সাধারণ।