STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Others

জীবনযুদ্ধ

জীবনযুদ্ধ

1 min
208

রাস্তার বাতি জ্বলে নিভে

ছোট ছোট ঈশ্বর কাঁদে ফুটপাতে

খেলা শেষে মানুষ ছোটে শ্মশান ঘাটে।।


 মানুষের পিছুপিছু হাঁটে যমরাজের ছায়া

 জীবনটা আজ আর মোটেই জীবন না

জীবন যেন এখন কালো বাজারের মহামায়া।।


 মুখোশের নীচে মানুষ ঈশ্বর খোঁজে

 কিন্তু কেউ কি হাত রাখে

 তার বুক পকেটের লুকানো ভাঁজে


শঙ্খচিল নয় শকুন উড়ে বেড়ায় খোলা আকাশে

চতুর্দিকে মানুষের আর্তনাদ ভাসে বাতাসে

জীবন মানে মিথ‍্যা শুধু স্বার্থের অবকাশে।।


 মন্দির মসজিদের মাঝে আজ জনশূন্যতা

 সকাল সন্ধ্যে হয় কি আল্লাহ - ঈশ্বরের আরাধনা

 আজ শুধু কল্পনা আর শকুনের মিথ‍্যা কান্না।।


আজ মেঘ বালিকার টানে সবে তাকায় আকাশ পানে

কিন্তু ধৈর্য‍্য সততা আশা ভালোবাসা নেই অন্ধ মনে

তার মাশুল চাষী কুমোর কামারের রক্তে পূরণ করে।


 পৃথিবী যেন ভিক্ষার থালা হাতে ঘোরে

 কিন্তু আজ কজন সৃষ্টির সৃষ্টকে মনে করে

 সবাই নিজ স্বার্থের দৌড়ে নিজের মুখোশ পরে।।


তবু পোড়া ভাত রুটির জন‍্য ওঠে চিৎকার - হা অন্ন

সত্যি মানুষ তোমাদের বিবেক আর বিবেচনা ধন‍্য হে ঈশ্বর মানুষ বলে তুমিই দোষী, রাখোনি ভাগ্য অখন্ড,

 হে ঈশ্বর সব নাকি তোমারি অধিকার প্রতিষ্ঠার কর্মকান্ড।।


 মানুষ কালের স্রোতে এখনও গুলিয়ে ফেলে

 জীবন মানে কিছু শিক্ষা- তার মাঝে কিছু পরীক্ষা

 ঈশ্বর প্রদান করেছে তোমাকে বিবেক বিবেচনা

 জীবন মানে নয় শুধু অন্ধ কল্পনা জীবন মানে যুদ্ধ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract