জীবনের উৎস খুঁজতে
জীবনের উৎস খুঁজতে


সমস্ত আবর্ত,আন্দোলন পর্ব ভেঙে কার কাছে যাবে?
কোন সামাজিকতার বিরুদ্ধে দাঁড়ালে,নির্মাণের আগে ধ্বংস চাইবে?
নির্মাণ বর্তমানের বার্তা।
ধ্বংস আগামী প্রজন্মের স্থাপত্য।
মানুষ জানবে।
বৃত্তের কেন্দ্র ঘুরিয়ে ঘূর্ণিপাক ছড়িয়ে দিতে ভুমির ধুলোয় ছুটে আসবে?
পথের রাস্তায় পথের আস্তানার ঠিকানা আছে জেনে মানুষ নিত্য হাঁটবে?
প্রবাহ ছুটুক নিজের স্রোতে।
এসো।
জীবনের উৎস খুঁজতে যায় আগুনের বজ্র মেখে দু’হাতে ।
বেঁচে থাকার চুল্লীতে জীবন পুড়িয়ে বাঁচার স্বপ্ন দু’চোখের খাঁচাতে।।