STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

জীবনের অমানিশা

জীবনের অমানিশা

1 min
255


জীবন ছিল আমার স্বপ্ন সুখে রঙিন,

হাসি, মজা, আনন্দ ঘেরা ছিল

প্রতিটা দিন।

মন ছিল সদ‍্য ফোটা ফুলের মত

স্নিগ্ধ ও সুন্দর,

সূর্যের উজ্জ্বল আলোর মত আলোকিত

ছিল অন্তর।

কোথাও ছিলনা দুঃখ, কষ্টের

বিন্দুমাত্র লেশ,

মন জুড়ে থাকত ছড়িয়ে খুশির উত্তাল

জোয়ারের রেশ।

হঠাৎ একদিন তুমি নীরবে করলে প্রবেশ

আমার মন মন্দিরে,

জাগিয়ে তুললে প্রেমের অনুভূতি

আমার অন্তরে।

বসন্তের ছোঁয়া লাগল মন বাগানে,

ভ্রমর গুনগুন সুরে ভরিয়ে দিল

হৃদয় প্রেমের গানে।

কোন এক দমকা ঝড়ে, সুর, তাল, ছন্দ

হল ছিন্ন,

পড়ে রইল মনের গভীরে শুধুই

স্মৃতি চিহ্ন।

দুচোখ জুড়ে অনিদ্রা গড়ে তুলল

তার আশ্রয়,

আর নীরবে নিদ্রা স্বীকার করলো

পরাজয়।

কষ্টেরা দল বেঁধে নিল মনের কোনে ঠাঁই।

আনন্দরা জীবন থেকে গুটি গুটি পায়ে

জানাল বিদায়।

তোমার প্রতিটি কথার আঘাতে মন

হয়েছে ক্ষত বিক্ষত,

তবুও মন আগলে রেখেছে ভালোবাসার

স্মৃতি আছে যত।

একবার যদি দেখতে পাই তোমার

মুখ খানি,

সেইদিন নীরবে শান্তির ঘুম আসবে

দুচোখে নামি।

যে ঘুম হয়তো ভাঙ্গবেনা আর

কোনদিন,

জীবন নদীর চলার পথ সাগরে

হবে বিলীন।





Rate this content
Log in

Similar bengali poem from Romance