জীবন
জীবন
পুরো জীবনটা আসলে একটা সম্পূর্ণ গল্প
দীর্ঘ কবিতা অথবা উপন্যাস।
তাতে গচ্ছিত রয়েছে অসংখ্য শব্দভাণ্ডারের সমাহার!
কত উদ্ধৃতি উঠে আসে সেখান থেকে,
কত মূল্যবান পংক্তি আলোর পথ দেখায়
কত লেখমালা নতুন করে বাঁচতে শেখায়,
কত শব্দরা মলিন মুখে হাসি ফোটায়।
একটা জীবন থেকে অসংখ্য কাব্যগ্রন্থ সৃষ্টি হয়
একটা জীবন শত সহস্র অনুগল্পের সমষ্টি
একেকটা দিন জীবনের একেকটা অধ্যায়।
এক একটা অধ্যায় আবার একটি
কালজয়ী ইতিহাসের রূপ ধারণ করে।
জীবন অতি মূল্যবান সম্পদ
যা একবার হারালে আর কোনদিনই ফিরবেনা।
জীবন থাকতেই সব সাধন সাধতে হবে
জীবন ফুরোলে সব ফাঁকা।
