STORYMIRROR

Dr.Sanjoy Kumar Mallick

Tragedy Fantasy Inspirational

3  

Dr.Sanjoy Kumar Mallick

Tragedy Fantasy Inspirational

জীবন-সুখ-শান্তি

জীবন-সুখ-শান্তি

1 min
551


সারাদিনের ক্লান্তি সরিয়ে,

রাতের বিছানায় শুইয়ে দিয়ে শরীরটাকে,

ভাবতে থাকি,জীবন কাকে বলে?

নিঝুম রাত ফিসফিসিয়ে বলে উঠে,

শতশত বাধাকে সরিয়ে এগিয়ে চলার নামই জীবন।

প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াইয়ের নামই জীবন।

এই যে তুমি বেঁচে আছো;তার নামই জীবন!

যে কাজ অন্যের কাজে লাগে সে কাজে যুক্ত থাকার নামই জীবন!


পরক্ষনে ভাবতে থাকি,সুখ কাকে বলে?

একই ভাবে উত্তর আসে,

সুষম-সুস্বাদু খাদ্যের যোগানের ব্যবস্থা করতে পারার নামই সুখ।

প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পারার নামই সুখ।

পছন্দ মতো পোশাকের ব্যবস্থা করা,

অপচয়হীন জীবনযাত্রার নামই সুখ।

আর মন মতো একটা সাজানো মাঝারি বাড়ি,

মাটির হলেও চলবে!

সে বাড়িতে পরিবারের আপনজন মিলেমিশে থাকার সৌভাগ্যের নামই সুখ।

দিনের ক্লান্তি শেষে দুশ্চিন্তাহীন একটা শান্তির ঘুম।


দুশ্চিন্তা ভুলে,

উত্তর খুঁজে, সটান একটা ঘুমের দেশে পাড়ি দেওয়া,

সেখানে স্বপ্নরা যেনো বিরক্ত না করে।

স্বপ্নের জাল বুনে ঘুমের ব্যাঘাত না ঘটাতে পারে।





Rate this content
Log in

Similar bengali poem from Tragedy