STORYMIRROR

Dr.Sanjoy Kumar Mallick

Fantasy Others

2  

Dr.Sanjoy Kumar Mallick

Fantasy Others

জোড়া শালিক

জোড়া শালিক

1 min
105


সেই তো একসাথেই থাকতে হবে।

বলতে গেলে,একসাথে থাকাই তোমাদের বেশি পছন্দ।


তাইতো লোকে বলে,

জোড়া শালিক দেখা ভালো সকালে বিকেলে।

বিজোড় হলেই কপাল মন্দ সব মেয়েরাই বলে।।

এক কথায়,একসাথে থাকার প্রতীক তোমরা।


মাঝপথে শুধু মুখ ফিরিয়ে এদিক-ওদিক চাও।

অযাচিত বদনাম নাও।

কয়েক ঘন্টা পর বা দিনের শেষে আবার

বাসায় এসে কিচিরমিচির কথা কও।।

খুঁটে খাওয়া কিংবা খেটে খাওয়া,

তাও একসাথে,এটাই হল সাতজন্মের মায়া।




Rate this content
Log in

Similar bengali poem from Fantasy