মনের মানুষ
মনের মানুষ
তবু মন উড়ে ফেরে নীল সাগরের বুকে।
তবু মন উড়ে চলে শ্বেতশুভ্র চূড়ায়।
বেখেয়ালী মন হারাতে হারাতে ভয় করে না হারায়।
আবেগী মন কাঁদতে কাঁদতে আবেগ নিয়েই কাঁদে।
নিত্য মনে ঘোরে ফেরে সুখের স্বপন গুলো।
চোখের তারায় রঙ্গিন লাগে দূর তারাদের দেশ।
নিত্য মনে বাসা বাঁধে ভালোলাগা গুলো।
অলিঙ্গলনে মনের মানুষ, লাগতো বড় বেশ।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,তোমায় নিয়েই বাঁচি।
স্বপ্ন গুলো সাজিয়ে রাখি তোমায় ভেবে ভেবে।
কল্পনাতে তোমায় ভেবে,আনন্দেতেই বাঁচি।
মনের মানুষ, বাস্তবেতে তোমায় কে পেয়েছে কবে?