জীবন চলছে
জীবন চলছে
চলন্ত জীবন-
চলছে গাড়ি , ঘুরছে চাকা
গতি নেই যেসময় , ধিমিয়ে রাখা
হাঁটছে মানুষ , উড়ছে পাখি
মেঘে-ধুলোর মাখামাখি
নেইযে থেমে, কেউ কোথাও
এই যে আছে , এই তো উধাও।।
ঘুরছে ঘড়ি, ছুটছে সময়
খোয়ানো কিছুর নেই কারো ভয়
ভাঙ্গা গড়ার খেলায় মেতে রয়েছে সবাই
মনের আঁকাবাঁকা পথে ছুটছে সবাই
দিয়ে কতশত মনেরই , দোহাই
ভালোবাসা আজ জলের দরে
যাচ্ছে পাওয়া ওই হাটের মোড়ে
হৃদয়টা আজ এনভেলাপে পড়ে ঢাকা
সেই এনভেলোপটি বয়ে ছুটছে গাড়ি
ছুটেযাবে দিগন্ত পারে
জানি পৌঁছবে কি আর কারো দ্বারে
সে ছুটবে , শুধু ছুটবে , ।।
