STORYMIRROR

Sekhar Bandyopadhyay

Fantasy Others

3  

Sekhar Bandyopadhyay

Fantasy Others

জেলে ডিঙি (প্রথম শারদ সংখ্যা)

জেলে ডিঙি (প্রথম শারদ সংখ্যা)

1 min
18

নদীর জলে বয়ে চলে ডিঙি নৌকাখানা,

ছলাৎ ছলাৎ শব্দে চলে বৈঠাদুটো টানা।


জলের মধ্যে ছপাং করে ফেলে জালখানা,

একমনেতে চলতে থাকে জালের দড়ি টানা।


মাছের খোঁজে বেয়ে চলে নদীর মধ্যিখানে,

সেখানে তারা সন্ধান পায় জালের দড়ির টানে।


পেল্লাই সব কাতলা-মৃগেল ওঠে জালের মাঝে,

আহ্লাদেতে মাঝিরা সুর গুনগুনিয়ে ভাঁজে।


জালবন্দি মাছ নিয়ে তারা ঘোরায় ডিঙির মুখ,

গুছিয়ে নিয়ে আরাম করে দিয়ে বিড়ির টানের সুখ।


নদীর পাড়ে বেঁধে নিয়ে ডিঙি নৌকখানা,

দাঁড়িপাল্লায় চলতে থাকে মাছের হিসাব গোণা।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy