জানবে আমি গর্বিত
জানবে আমি গর্বিত


দেশ আজ স্বাধীন মা,
মানুষ আজ স্বাধীন।
আমিও স্বাধীন পথে,
ভেবোনা পরাধীন।
ভেবোনা আমি খুশি নেই,
জানবে আমি গর্বিত।
এই বসন আমার তোমার সকলের গর্ব,
আর? আর কি মা,
আশীর্বাদ করো, যেন জিতে ফিরি,
যেন গর্বের সহিত পতাকা তুলে ফিরি,
রাখি মা আজ কলম,
যুদ্ধ শেষে ধরিব আবার।