জানিনা কবে আসবো
জানিনা কবে আসবো


চলি মা …
জানিনা কবে আসবো।
তবে দেখা হবে ...জানি আমি।
রোমা কে বোলো রাগ না করে থাকতে …
আমি ওর কষ্ট বুঝি …
কিন্তু এ জীবন যে ওর চাওয়া …ওর কপালে লেখা …
আমি যে আগের দেশের।
আমি যে আগে মানুষের।
আমি যে তোমাদের এক নোই।
ওকে বুঝিও ...ফোন করবো আমি।
ওকে বোলো রাগ না করে থাকতে …
চলি মা …
জানিনা কবে আসবো …
তবে দেখা হবে ...নিশ্চই হবে।