পুজো নাকি শুরু হবে আজ
পুজো নাকি শুরু হবে আজ


পুজো নাকি শুরু হবে আজ …
এখানে তো আর ঢাক বাজেনা ...
শঙ্খ শোনা যায়না।
তোমার কাছেই শুনলাম যে পুজো শুরু হলো।
ভালো লাগলো,
পিছনে মেয়েদের খিলখিল হাসি ….
দাদাদের দাদাগিরি …
পুরোহিতের মন্ত্র …
মনে হলো যেন বাতাসে গন্ধ ও ভেসে এলো …
এখানে শুধুই বরফ …
কাশফুল হয়না মা,তবু গন্ধ পাই …
আকাশে মেঘ গুলো একইরকম লাগে …
প্রতিমা দেখা হয়না আর …
কিন্তু তোমার ছবি দেখে নি …
তাই বা কি কম?
আমার হয়ে দেশের তরে কিছু চেয়ে নিও মা
পূজা নয় পরের বার ই দেখবো।