STORYMIRROR

Sahaj Dey

Drama Romance

3  

Sahaj Dey

Drama Romance

এ কি কবিতা?

এ কি কবিতা?

1 min
19.2K


অনেক পাহাড় অনেক সমুদ্র দূর আমি।

এই কিছু শব্দ, এই একটা কবিতা …

এটাই আমাদের মাঝে একমাত্র সেতু।


রেওয়াজটা করছো তুমি? এই বার ফোন করলে …

একটা গান শুনিও। অনেক কাল শুনিনি।

কবে করবো? জানিনা।

কবে যুদ্ধ শেষ হবে? জানিনা।

ফিরবো কি? জানিনা।


তবে জানি এই চিঠিটা পৌঁছাবে।

জানি তুমি পড়বে …একটা গান আমার জন্য গেয়ে দিও …

হয়তো এই হাওয়া, এই ঝড় ...এই কঠিন বরফ …

বয়ে আনবে সেই গান।

যাই আজ ...এইটুকুই পারলাম লিখতে।

এ কি কবিতা? জানিনা।


Rate this content
Log in

Similar bengali poem from Drama