যুদ্ধের আগমনবাণী
যুদ্ধের আগমনবাণী


আকাশে আজ পেঁজা মেঘ,
বাতাসে আজ পুজোর গন্ধ,
এখানে তবে প্রতিমা নেই,
আছে বারুদে মেশা ঠান্ডা বাতাস …
নেই এখানে নতুন জামার ঘ্রাণ …
আছে এখানে পুরোনো বস্ত্রের ভেজা গন্ধ।
শুনেছি আজ ষষ্ঠী …
পুজো হলো শুরু …
এখানেও হয়েছে শুরু …
যুদ্ধের আগমনবাণী।
এখানে নেই আকাশে সাদা মেঘ …
ভারী অন্ধকার চারদিক …
নেই ওই কাশফুল …
খুঁজে খুঁজে বরফ দেখি শুধু …
মা গো, পারি যেন পরের বছর পুজো দেখতে …
মায়ের কাছে এটুকুই চেও, আর যে সব ই আছে।