ঈশান কোণে
ঈশান কোণে
মেঘ জমেছে ঈশান কোণে উদ্দাম ঝড় উঠবে,
উথালপাথাল সেই ঝড়ে মহীরুহরা সব ভাঙবে,
ঈশানী মেঘ বুঝি ভয়াবহ বড় চরাচর তাতে কাঁপবে,
মেঘ জমেছে ঈশান কোণে উদ্দাম ঝড় উঠবে।
বিদ্যুল্লেখা এফোঁড় ওফোঁড় আকাশবুক চিরবে,
ঘনানো ঘন মেঘ কালি ঢেলে নভোনীল ঘিরবে,
পথহারা বলাকা দিশাহারা ওড়ে কুলায় তারা ফিরবে,
মেঘ জমেছে ঈশান কোণে উদ্দাম ঝড় উঠবে।
বাতাসে বেগ বেড়ে আকাশে তড়িতরেখা চিকুর হানবে,
ধরে হাল কষে পাল মাঝি দাঁড় জোরে জোরে টানবে,
অকাল সন্ধ্যায় প্রহর ভুল করে শৃগাল ডাক ছেড়ে কানবে,
মেঘ জমেছে ঈশান কোণে উদ্দাম ঝড় উঠবে।