STORYMIRROR

Manik Goswami

Drama Fantasy

3  

Manik Goswami

Drama Fantasy

ইচ্ছে করে

ইচ্ছে করে

1 min
240


ইচ্ছে করে পাতালটাকে তুলে এনে স্বর্গ করি,

মাটিগুলো বৃষ্টি হয়ে ওপর থেকে পড়বে ঝরি |

ইচ্ছে করে চাঁদ তারাদের নিজের হাতের মুঠোয় ধরে

মাথার 'পরে সাজাই তাদের আপন মনের মতোই করে |

ইচ্ছে করে আকাশ থেকে সূর্যটাকে ছিঁড়ে এনে

সাগর মাঝে নোনতা জলে সিক্ত করি স্নিগ্ধ স্নানে |

ইচ্ছে করে হিংস্র পশুয় দাঁড় করিয়ে মাটির 'পরে

পশুদেরই সিংহাসনে বসাই শান্ত খরগোশেরে |

ইচ্ছে করে বৃহৎ বাতির শক্তি সবই খর্ব করি,

কুঁড়ে ঘরের প্রদীপটিরে মর্যাদা দিই সর্বোপরি |

ইচ্ছে করে মহীরুহের বিরাট রূপটি খন্ড করি,

সম্মানেরই সবটুকু দিই ছোট্ট শ্যামল লতাটারেই |

ইচ্ছে করে বন্ধ করি কালো মেঘে আকাশ ভরা,

বন্ধ করি বৃষ্টি ফোঁটা ছোট্ট কণা শিশির ছাড়া |

ইচ্ছে করে ছোট্ট ডোবায় মান্যতা দিই নতুন করে,

সাগর জলের বিরাট ঢেউয়ে চাই যে দিতে ক্ষান্ত করে |

ইচ্ছে করে সমাজ থেকে ধনীর শোষণ ছিন্ন করে

গরীবেরে মর্যাদা দিই সর্ব জাতি সমান হারে |


Rate this content
Log in

Similar bengali poem from Drama