হঠাৎ অন্ধকারে
হঠাৎ অন্ধকারে
জীবিকার তাগিদে ছুটে চলে জীবন,
ছক বাঁধা গণ্ডিতেই ক্ষণেক বিচরণ।
লক্ষ্যের সাথে চেষ্টার, উন্নতির ইচ্ছাপূরণ
পথে পথেই কাটে জীবনের মূল্যবান ক্ষণ।
মরণশীল মানুষের শেষের সে দিন,
নির্দিষ্ট কপাল লিখন কপালেতে লীন।
বিধাতার অঙ্গুলি হেলনে হাত নেই কারো,
মন কিছু সান্ত্বনা পায় যদি বৃদ্ধ হয়ে মরো ।
অকাল মৃত্যু বড় বেদনা আনে প্রাণে,
হারিয়ে গেলে জীবন রবি মধ্যাহ্ন গগনে।
চলার পথে হারায় যদি একমাত্র সহায়,
অন্ধকার সংসারে বৃদ্ধ, বাচ্চা অসহায়।
সড়কে নিভিলে প্রদীপ চালকের ভুলে,
রইলো যারা তাদের শোক অন্তরেতে জ্বলে।
