STORYMIRROR

Pratik Nandan Bose

Abstract Romance

1  

Pratik Nandan Bose

Abstract Romance

হস্তবিচার

হস্তবিচার

1 min
429


আতস কাঁচের নীচে দেখছি ভাগ্যরেখা 

নীল নয়, 

নীল নেই ৷


তবু তুমি উপরে উঠবে 

উড়তে উড়তে শৈশব, কৈশোর 

অতঃপর হঠাৎ নির্বাণ


ভেসে চলবে তুমি 

মৃত্যুমাখা আমাজনের জলে বহুদূর, 

কোথায় গিয়ে থামবে তরী জানো?


Rate this content
Log in