STORYMIRROR

Sulata Das

Abstract

4  

Sulata Das

Abstract

হর্ষ-বিষাদ

হর্ষ-বিষাদ

1 min
286

    বিষাদের মেঘে ছেয়েছে আকাশ

এখনি সে পড়বে ঝরে আপন মনে,

   সব দুঃখ বিষাদ যাবে ধুয়ে

খুশির হাওয়া লাগবে সবার 

   হৃদ-অলিন্দে- মন সাগরে। 


     প্রকৃতি মা কে ভালবেসে

ফুলেরা সব উঠবে হেসে,

    মলয় পবন-স্নিগ্ধ সমীরণ

বইবে সুখে ধরাধামে।


    দিনমণি খেলবে লুকোচুরি 

নীল গগনে মেঘের সনে,

    পদ্ম-শালুক উঠবে ফুটে

নাচবে ময়ূর পেখম তুলে।


    রপসী প্রকৃতি উঠবে হেসে

সৃষ্টি সুখের পরম উল্লাসে,

    ফুটবে হাসি চাষীর মুখে

শস্য ভরা খেতটি দেখে। 


    রং-বাহারি ফুলেরা সব

দুলবে মৃদু হাওয়ার দোলায়,

    লেজটি তুলে কাঠবেড়ালী

মাতবে যত মজার খেলায়। 


    এমন ভাবেই কেটে যাবে দিন 

হর্ষ-বিষাদের সমারোহে,

    বৃষ্টি শেষের মেঘলা আকাশ

উঠবে সেজে রামধনু রঙে। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract