হৃদয়
হৃদয়
আমার হৃদয়
জানি, ছোট্ট নৌকা পালতোলা
উত্থাল স্রোতের ভয়ে নোঙর বাঁধা ঘাটে।
আমার হৃদয়
জানি, বড্ড জেদি অভিমানী
নাবাল দুঃখের আঁচে দু’চোখ কান্না বাঁধে।
আমার হৃদয়
জানি, বৃষ্টি খোলা অস্থিরদোলা
অসহায় নিরুপায় জোয়ার ভাটার টানে।
আমার হৃদয়
জানি, শরবিদ্ধ রমণ পাতার শয্যা
আতশবাজির গন্ধে শুয়ে একান্তের পাশে।
আমার হৃদয়
জানি, চূর্ণ মেঘের নিশুতি রাত্রি
ভয়ের রোমশ শরীর মেখে নিয়তি হাতে।
আমার হৃদয়
জানি, একবুক ভর্তি একুরিয়াম
নিঃস্রোত জলের নিঃশব্দতার শব্দ ভেঙে
আমার ব্যক্তিগত কবিতা।