STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

হৃদয় থাক হৃদয়ে

হৃদয় থাক হৃদয়ে

1 min
748

তুমি  

দিনের আলো হোক  

বা 

রাত্রির অন্ধকার  

হোক মাথার উপর সূর্যচন্দ্র গ্রহণবার;  

নিজেকে বেশ গুছিয়ে রাখো 

ঘর বাড়ির চৌকাঠে তোমার সংসার।


তুমি  

তোমার অন্তর্বাসে লুকিয়ে রাখো  

কিছু  নাবলার কথার ঝনৎকার  

ঠোঁটের উষ্ণতায় জোর রহস্যের বৃষ্টি  

দু’চোখের প্রান্তর করে একাকার  

মুগ্ধতার অনাবিল বিদ্যোৎসাহী দৃষ্টি।


তুমি 

চুলের বেণী বাঁধো    অভিমানে  

রোজ স্বাভাবিক    জীবনযাপনে । 

দু’পায়ের পাতা ভিজিয়ে  আলতায় 

জড়িয়ে  আঠপৌঢ় শাড়ি সুঠাম গায় । 

যদিও সারা  ঘরের আসবাব  

সাজিয়ে রাখা তোমার স্বভাব । 

জাগিয়ে দু’চোখে ঘুমের সলতে  

একার কাছে একা  

বসে থাকো ভিজিয়ে সদর দরজায় 

আমি কখন আসবো  

আর পড়বো তোমার হাতের কব্জায় ।


তুমি ভাবো ... 

তুমি  যাবে আগে 

রেখে আমার নোয়া শাঁখা জোড়া পলা সিঁদুরের  মর্যাদা । 

আমি ভাবি ... 

আমি যাবো আগে 

তোমার উঠোনে আমার একলার  ঘুমের ফুলের শয্যা । 


Rate this content
Log in

Similar bengali poem from Classics