* হিসেবি ভালোবাসা *
* হিসেবি ভালোবাসা *
একটু, এক ফোঁটা, ভালোবাসা চাই ;
দিতে পারো?
দিব্যি দিচ্ছি ; বেহিসেবি হবো না ; বেশি নেবোনা ;
একটুই চাই ; দিতে পারোনা?
এক পলকের জন্য হাতটা ধরতে চাই ;
নদীর ধারে ; শান্ত বিকেলে ;
চোখে চোখ রেখে ;
ভালোবাসি প্রিয় - বলতে চাই ;
সেই বিকেলবেলার সময়টুকু আমায় দিতে পারো?
হটাৎ বৃষ্টিতে ; ভয়াল দাবদাহের অপ্রস্তুত স্বস্তিতে ;
তোমায় জড়িয়ে ধরতে চাই ;
বাজের গর্জনে; মেঘের ক্রন্দনে ;
তোমায় বুকে লুকিয়ে রাখতে চাই,
সেই বর্ষার দিনের একান্ত সঙ্গী ;
হতে পারো?
এইরকমই ; একটু, এক ফোঁটা, নিষ্পাপ ;নিষ্কলঙ্ক; একটা ভালোবাসার ভিক্ষা চাইছি ;
দিতে পারো?

