হে পুরুষ
হে পুরুষ
তুমি ধরে রাখলে আমি আঙুরক্ষেতে লতানে গাছ,
তোমার সারা শরীরে ছড়াতে পারি অকৃত্তিম নেশা,
পল্লব থেকে পল্লবে বুঁদবুঁদ রসের ডুবুরি|
তুমি বুকে রাখলে আমি সরষে ক্ষেতের হলদে দাপট,
পোকার মতন উড়ে উড়ে বসে যাব তোমার অভুক্ত শরীরে,
আর তুমি বলবে, "ভালোবাসো"|
তুমি স্নেহ দিলে আমি ভিখারি,
তুমি প্রেম দিলে আমি পুজারি,
তুমি সোহাগ দিলে আমি আধোমরা ঘুম,
তুমি আদর দিলে আমি শিকারী|
আমারতো শিকার তোমার বুকে, যেখানে মিঠে রোদ দিনের শেষে কাজ ভুলায়, আমারতো মৌনতা আমারতো পূর্ণতা সবকিছুই তোমার আশ্চর্য রঙীন ঐ ক্যানভাসে|
আমারতো শিথিলতা,নগ্ন ইতিহাসের পাতায় আমার সৃষ্টির স্বাক্ষর আজও বিরাজমানা, হে পুরুষ কাছে টেনে দ্যাখো..
আমি উল্লসিত সভ্যতার বুকে রেখে যাই দীর্ঘস্থায়ী দাগ|