হে মানুষ!!
হে মানুষ!!
খুলে ফেল, ছিঁড়ে ফেল ওই মুখোশ টা,
হারাচ্ছিস, নিজের ও পরের কাছে ইমেজ টা।
তুই না সত্যবাদী, দেখা তোর সত্যতার কতটা দম!
যদি পারিস নিজের জিনিস নিজের রাখ, তুই না কিছুতে কম।
সময় হাসছে, মন ও মস্তিষ্ক আত্মার সাথ দিচ্ছে কি?
পাগলা ভদ্র হওয়ার মুখোশ টা না পরে বাস্তব টা আগে দেখা।
লড়াই টা কি মানুষের সাথে, তবে বিশেষ করে লড়ে যা,
কার রাগ কাকে দেখাস, যেখানে রাগ দেখানোর দেখিয়ে যা।
যা তোর আছে আজ, আদো তা রাখতে পারবি?
মানুষ এই চিন্তায় এত ব্যস্ত, বর্তমান কে উপেক্ষায় মগ্ন।
হে মানুষ, তুই যদি সত্যি সৎ পথে জেতিস, আজ এত পরিবর্তন তোর হতো না।
হে মানুষ তুই নিজের নিয়ে খারাপ শুনতে ভয় পাস কেনো??
হে মানুষ, তুই তো উপরওয়ালার সৃষ্টি আধুনিক জীব,
কখন তোর জ্ঞান হবে, ভুল শুধরে নে।
মা তো কখনই নিজের সন্তানের বিপক্ষে যায় না, নিঃশর্ত ভালোবাসা।
তাহলে পতন কে কেন সঙ্গী করতে পারছিস না।
হে মানুষ, আগে তুই খুলে ফেল তোর মুখোশ।
আরে ফিরে যা সেই তোর দুরন্ত স্বপ্নচারী গতীতে।
আশা হারাস না। পিছনে তাকাস না, তাকালেই দিল্লি কা লাড্ডু পাবি।
তাই মানুষ এগিয়ে যা, ভেবে নে সবই দুঃস্বপ্ন। কেউ আসবে কী তোকে সান্তনা দিতে। সবার তো জীবন আছে।
হে মানুষ তুই ও এগিয়ে যা। জঞ্জাল হাঁটা, সমস্যা হাঁটা। ভেবে নে তুই একা, আর তোর একটা লক্ষ্য আছে।
মেনে নে এখন যা ঘটছে, আর মানলে মা ও বাবা, নইলে নেই কোন প্রমাণ।
