STORYMIRROR

Prof (Dr) Ramen Goswami

Romance Classics Inspirational

4  

Prof (Dr) Ramen Goswami

Romance Classics Inspirational

প্রথম দেখা

প্রথম দেখা

1 min
391


যে দিন তোমায় আমি প্রথম দেখি ,

সেদিন থেকে হৃদয়ের মাঝে তোমার ছবি আঁকি।

কি অপরূপ তুমি ! দেখিনি আগে ,

যত দেখি তোমায় ততই ভালো লাগে ।

ভালো লাগার মাঝেও তুমি ভালো,

তাইতো তোমায় আমি বেসেছি ভালো ।

ভালোবাসায় কোনো বিভেদ মানে না ,

এ মন তোমায় ছাড়া কিছু বোঝে না।

কি অপরূপ ! তোমার দুটি আঁখি ,

অপলক নয়নে শুধুই চেয়ে থাকি ।

চাহনি ভরা হাসি তোমার মায়া ভরা মুখ,

একবার দেখিলে যেন পাই স্বর্গের সুখ ।

দাওনা সাড়া প্রিয়া তুমি আমার জীবনে ,

ছায়া হয়ে থাকবো আমি তোমার জীবনে।

অনেক আশায় বাড়িয়ে দিয়েছি হাতখানা,

রিক্ত হস্তে কভু ফিরিয়ে দিও না ।

তোমার কাছে শুধু আমার একটাই প্রশ্ন ,

আমাকে এইভাবে আজীবন ভালো বাসবে তো?


Rate this content
Log in

Similar bengali poem from Romance