পরিবার
পরিবার
এটা কী করে পরিবার হয়।
যেখানে সবাই নিজের টা জানে।
অন্য কেউ খারাপ করলে একজন ই শুনে।
এটা কী করে পরিবার হয়, যেখানে অর্থ আর যশে মানুষ কেনাবেচা হয়?
এটা কী ভাবে পরিবার হয়, যেখানে খুঁত ধরাটা একটা লক্ষ্য।
এক শ্রেণীর মানুষের জন্য আর এক শ্রেণীকে পদর্যুস্ত হতে হয়।
শুন, ছেড়ে দে, এই মনোভাব, নইলে না ঠাকবে বাঁশ না থাকবে বাঁশী।। এটাই সেই উতপ্ত লার্ভার শঙ্খ ধ্বনী।।
