STORYMIRROR

Prof (Dr) Ramen Goswami

Tragedy Crime Others

3  

Prof (Dr) Ramen Goswami

Tragedy Crime Others

তুই তো স্ত্রৈণ!!

তুই তো স্ত্রৈণ!!

1 min
27


===============

তোর একটাই পরিচয় তুই স্ত্রৈণ,

বানিয়েছিস সকলকে মৌন।


তুই পা টিপতে পছন্দ করিস, পছন্দ করিস শামুক বাছতে বউ এর সাথে,

মা এর শরীর খারাপ এ দেওয়া টাকা গুলো মনে হয় তোর গোচ্চা।।

আসলে তুই স্ত্রৈণ, বাচ্চা নিয়েছিলি

কেন, শিক্ষক ট্রেনিং শিখাবি বলে।।

আবার মা ব্যাপার উপর রাজত্ব করতে, তোর বউ এর সেবা করতে,

আসলে তুই স্ত্রৈণ। তোর নিস্তার কোথায়, মা বাপ কে ছেড়ে তুই বউ নিয়ে সুখে থাকতে চাস।

আসলে তোর দরকার শেষ, ফিলিম করা শেষ, নিজে কিছু না, বউ তোর মা, আসলে তুই স্ত্রৈণ।।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy