জীবন
জীবন
প্রশ্ন আর উত্তরে জীবন শেষ করতে চাইছিস!
নিজেকে সমর্থ, স্বাধীন করা জন্য সিঁড়ি বানাতে চাইছিস।
ফিরে যা নিজের অতীতে, কি সুখ ছিল সেখানে? খুঁজে বের কর।
তোর পরিবর্তন কোথায়? কখন? কিভাবে?
তুই বিপদে পড়লে কেঁদে উঠিস, আবার সেই ভুল গুলোকে লুকিয়ে রাখিস।
তোর অভিনয় বছর দেখেছে, নিজে নিজের সাথে অভিনয় করছিস।
রক্ত গরম অনেক কিছু করতে পারবি, তাই না!!!
না রে, তোর ভোগান্তি রাস্তায় বসা সেই চুল ঝাঁকড়া ভিখারীর মতো।
পরিবর্তন কর নিজেকে, সামলে নে,
সময় কম, নইলে তথাকথিত শনি, মঙ্গল, বৃহস্পতির দশা তোর উপর দেখা যাবে।
তুই মেনে নে, তুই মুখোশ পরে মিথ্যার ঝুড়ি, তুই ব্যবহৃত, তুই পরিবর্তন কে ও সৎ কেও প্রশ্নের মাঝে রাখতে ভালবাসিস।
আসলে তুই ভন্ড, তুই সেই জ্ঞানহীন মাতাল, প্রতি মুহূর্তে ভুল করে আফসোস করিস না।
এটাই তোর সেই জন্মগত দোষ।
