তুমি আজ থাকলে কি হতো!
তুমি আজ থাকলে কি হতো!
নেতাজী, তুমি নিজের মতই, আসল নেতা।
আজকের নেতাদের মতো দেখাও নি কোন কেতা।
তুমি জানতে ভারত মাতা, আর তার স্বাধীনতা,
জানো আজ সবার আছে নিজের জন্য বাঁচার প্রবণতা।
এরা যখন তোমায় নিয়ে কথা বলে, বলেনি নিজেদের অবৈধ টাকার কথা।
এরা মুখোশ পরে আখের গোছানো ব্যক্তি, এরা লাদাখ যায়, আর তোমার জন্মদিনে তোমার নামে চাঁদা তুলে।
এরা তোমার সেই ভারতবাসী, ধিক তবে, তোমার সেই প্রচেষ্টার।
এরা এদের নিয়ে ব্যস্ত, তোমায় রেখেছে শুধু রাস্তায়, কাক পক্ষির বসার জায়গা হিসেবে।

