হে দয়াময়
হে দয়াময়


নিকষা কালো এই অন্তরে আজি
তোমারই স্নেহ পরশে কেমনে সাজি,
ভুবনে জুড়ে সদা যে জয়গান বাজি
করো করুণা মম জীবন তরীর মাঝি।
লোভ লালসয়ে ভরা বৃথা যে জীবন
নিজ হাতে কত পাপ করেছি রপন,
করজোরে তোমারই করি যে পুজন
ত্যাজিব কেমন তব রাঙা শ্রীচরণ।
হে নাথ দয়া করো বল কি উপায়ে,
জীবন ধন্য হবে তোমারই কৃপায়ে।
যে বাঁশি বেজেছিল বৃন্দাবন মাথুরায়ে,
বারে বারে সেই ধ্বনি শুনিবারে চায়ে।