STORYMIRROR

Sulata Das

Abstract

2  

Sulata Das

Abstract

গ্যাস ব্যাঙ্ক

গ্যাস ব্যাঙ্ক

1 min
199

আজকাল আবাসনে গ্যাস ব্যাঙ্ক থেকে

    গ্যাস -যায় সকলের বাড়ি।

আমি কি একটু অন্য রকম 

      উপায় বলতে পারি? 

গ্যাস বাড়িতে এলেও তো 

    হাজার রকম কাজ!!

কখন কি রাঁধব ভেবে ভেবে 

    কপালে যে পরে ভাঁজ।

বাজার করো, সবজি কাটো

  রাঁধতে হলে মশলা বাটো।

কিন্তু যদি চালু হয় আবাসনে

   ব্যাঙ্ক অফ আহার

গ্যাসের মতোই অনলাইনে পাব

    সব মনের মতো খাবার!!

সেটিং এ গিয়ে সেট করবো 

    আমার পছন্দের সব ভোজ,

 নল খুললেই পেয়ে যাব তা

    সকাল বিকেল রোজ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract